ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে রোববার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠেছে ঢাকার ইডেন মহিলা কলেজ।
জানা গেছে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস কয়েকদিন আগে গণমাধ্যমে কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সভাপতি সাধারণ সম্পাদক চাঁদাবাজি ও সিট বাণিজ্যের সঙ্গে জড়িত।
এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলায়, রোববার মধ্যরাতে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে কলেজের হল থেকে বের করে দেওয়া হয়। এরপরই কলেজে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তবে মারধরের অভিযুক্ত সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি৷