The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মধ্যমিকে ভর্তিতে আবেদন শুরু

দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আবেদন চলমান থাকবে আগামী ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

চলমান ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোন ভর্তি ফরম বিতরণ করা হবে না। আবেদন ফরম শুধু অনলাইনে পাওয়া যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু মাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এই ফি প্রদান করা যাবে।

প্রার্থীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের  শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীর প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জহানিয়েছে, ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। ‍পছন্দক্রম নির্বাচনে একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

কেন্দ্রীয় ডিজিটাল দৈবচয়ন প্রক্রিয়ার বাইরে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয় গঠিত (ভর্তি নীতিমালা অনুযায়ী) ভর্তি কমিটির প্রতিনিধির উপস্থিতিতে দৈবচয়ন কার্যক্রমের আয়োজন করতে হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.