নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতলামি করে বেশ সমালোচনার মুখে পড়েন বিতর্কিত কন্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবার গান গাইতে মঞ্চে উঠে মাতলামির বিষয়ে মুখ খুলেছেন নোবেল। সেদিন মঞ্চে উঠার আগে অল্প মদ পান করেছিলেন বলে স্বীকার করেছেন তিনি। স্থানীয় এক পত্রিকায় অডিও সাক্ষাতকারে তিনি এমনটা জানিয়েছেন।
সাক্ষাৎকারে নোবেল বলেন, আমি দুই-তিনটা ক্লাবের সদস্য, আমার মদপানের লাইসেন্স রয়েছে। সেদিন অনেকটা পথ জার্নি করে গিয়েছিলাম। আমি ডিহাইড্রেড হয়ে গিয়েছিলাম। এমন না যে সেদিন আমি মাতাল ছিলাম, কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এটা রিকভার করে উঠতি পারিনি, ফলে আমার বডি ল্যাঙ্গুয়েজ বা কথায় সেখানকার হাজার হাজার শ্রোতা কষ্ট পেয়েছেন।
তিনি আরও বলেন, আয়োজকদের পক্ষ থেকেই মদ সরবরাহ করা হয়েছিল। স্টেজে ওঠার আগে হালকা একটু রিলাক্সেশনের জন্য, হালকা একটু ফিলিংসের ভেতরে যাওয়ার জন্য একটু মদ পান করার দরকার পড়ে। অতিরিক্ত মদ পান করার ধারে কাছে যাইনি। স্টেজে ওঠার আগে সামান্য মদ পান করেছিলাম।
নোবেল বলেন, এ ব্যাপারে আমি অনুতপ্ত এবং দুঃখিত। সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। এরকম ঘটনা আর ঘটবে না বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
তবে কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে নোবেলকে মদ সরবরাহের কোনো প্রশ্নই আসে না। আয়োজক কমিটির সদস্যসচিব ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, আর এটা কোনোভাবেই সম্ভব না। কোথায় এবং কীভাবে নোবেল মদ পেয়েছেন এবং পান করেছেন তা আমাদের জানা নেই। তিনি সেদিন মদ পান করেই স্টেজে উঠেছেন। আর এরকম ঘটনার জন্য আমরাও অত্যন্ত লজ্জিত।