The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘শুভেচ্ছা’ জানালেন এরদোয়ান!

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ‘বেস্ট উইশেস’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ভূমিকম্পের পর টুইটারে এরদোয়ান লেখেন- কাহরামানমারাসে যে ভূমিকম্প হয়েছে, যেটি দেশের অনেক জায়গায় অনুভূত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত আমার সমস্ত নাগরিককে শুভেচ্ছা জানাই। এএফএডির সমন্বয়ে সংশ্লিষ্ট সব ইউনিট প্রস্তুত রয়েছে।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা অন্তত ১০০।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.