হঠাৎ মোবাইলে এল একটি মেসেজ। তাতে লেখা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় ১০ হাজার কোটি টাকা! এই মেসেজ দেখে মাথা ঠিক রাখাই দায় হয়ে যাবে। ভারতের উত্তর প্রদেশে ভাণু প্রকাশ নামের এক ব্যক্তির সঙ্গে ঠিক এ ঘটনাই ঘটেছে। ভাদোনি জেলার এই ব্যক্তির মোবাইলে সম্প্রতি মেসেজ আসে, ব্যাংক অ্যাকাউন্টে ৯ হাজার ৯০০ কোটি রুপি ঢুকেছে। এই মেসেজ দেখে তাজ্জব বনে যান তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই মেসেজ আসার পর সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করেন ভাণু প্রকাশ।
ব্যাংক থেকে জানানো হয়, সফটওয়্যারের ভুলের কারণে এমন হয়েছে। তার অ্যাকাউন্টটি কিষান ক্রেডিড কার্ড (কেসিসি) অ্যাকাউন্ট। এতে নন–পারফর্মিং অ্যাসেট (এনপিএ) হিসেবে ভুলে এই অর্থ ঢুকেছে।
তবে, এ কারণে কিছুদিনের জন্য অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে