বেরোবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রসায়ন বিভাগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রসায়ন বিভাগের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারী সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী ও ক্রীড়া সপ্তাহের সদস্য সচিব জনাব মোস্তফা কাইয়ুম শারাফাত।
উদ্বোধনী ম্যাচে রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থীদের দল বিজয় ৫২ এর সাথে বর্তমান শিক্ষার্থী ও কর্মকর্তাদের দল অমর ২১ এর মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই হয়।
বিজয় ৫২ একাদশে নেতৃত্ব দেন রসায়ন বিভাগের ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান শামীম এবং অমর ২১ দলের নেতৃত্ব দেন তৌফিক বিল্লা।
‘বিজয় ৫২’ ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে -১১২ রান তুলে।তার জবাবে ‘অমর২১’ দুর্দান্ত দাপুটের সঙ্গে খেলে ৫ উইকেটে জয়ী হয়।
এ সময় অন্যান্য খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ধনঞ্জয় কুমার টগর প্রমুখ।