সাঈদ মঈন, সরকারি বাঙলা কলেজ: ভালোবাসার সুষ্ঠু বন্টনের দাবিতে আজ ১৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার সাড়ে ১১ টায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নব নির্বাচিত সভাপতি এ কে এম শাকিলের নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন সোসাইটির নব নির্বাচিত সদস্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ। তাঁরা ক্যাম্পাসের লাভ রোড থেকে শুরু করে ছাতিম তলা, ফারুক চত্বরের কোল ঘেঁষে পদযাত্রা করেন ক্যাম্পাসের প্রধান ফটক পর্যন্ত। এ সময় পদযাত্রায় স্লোগানে মুখরিত ছিল মিঙ্গেল কাপল যেখানে ঠাডা পড়বে সেখানে, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, প্রেমের নামে নষ্ঠামি চলবে না, মানি না, মানবো না ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
পদযাত্রা শেষে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নব নির্বাচিত সদস্যের আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচীতে নব নির্বাচিত সভাপতি এ কে এম শাকিল বলেন, ক্যাম্পাস থাকবে সিঙ্গেল, সিঙ্গেল শক্তি, সিঙ্গেলে মুক্তি। সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভাবে তারা চাপমুক্ত থাকেন মিঙ্গেলদের তুলনায়। কারণ গবেষণায় বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। বাঙলা কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাটি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে অনেক কাপল আছে যারা একসঙ্গে একাধিক প্রেম করে। প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিচ্ছে প্রেমিক প্রেমিকাদের। তাই এধরনের প্রেমের ফাঁদে না পড়ে আজই সবাই সিঙ্গেল সোসাইটিতে যুক্ত হয়ে নিজেকে সিঙ্গেল থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন সাথে সিঙ্গেল সোসাইটিকে শক্তিশালী করে গড়ে তুলুন।
বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির সাবেক সভাপতি সিঙ্গেল নেতা মাহফুজুর রহমান সরকার বলেন, “২০৩০ সালের আগে কোন প্রেম তো দূরে থাকুক, বিবাহে আবদ্ধ হবো নাহ।”
বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির উপদেষ্ঠা আরিয়ান হৃদয় বলেন, সারাদেশে আজ ভালোবাসা দিবস পালন হচ্ছে, কিন্তু বেশিরভাগই প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একের অধিক সম্পর্কে রয়েছে। ভালোবাসার মত পবিত্র বিষয়কে তারা ছেলেখেলা বানিয়েছে। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারও।