The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

ভারত থেকে ট্রেনে এলো ৪৬৮ টন আলু

ডেস্ক রিপোর্ট: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৬৮ টন আলু আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি মালবাহী ট্রেনে এই আলু পৌঁছেছে যা শনিবার (১৪ ডিসেম্বর) খালাস করা হবে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স এই আলু আমদানি করেছে। ভারতের মালদার আতিফ এক্সপোর্ট নামে প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছে। চালানটির আমদানি মূল্য ১০ লাখ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট আলম অ্যান্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, শনিবার বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র জমা দেওয়া হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আলুর চালান আনলোড করা হবে। সেখান থেকে এই আলু ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.