The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

ভারতের সঙ্গে ভুল-বোঝাবুঝি দূর হবে : উপদেষ্টা সাখাওয়াত

ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এ দেশের মানুষ ভারতবিরোধী নয়। আমাদের সঙ্গে যতটুকু ভুল-বোঝাবুঝি আছে, এটা দূর করা হবে। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। তবে দুই দেশের মধ্যে সর্ম্পকটা হবে ওয়ান টু ওয়ান।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘এটা দেশের মানুষের সম্পর্ক, একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে ভালো রিলেশন থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়। আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষার জন্য তৈরি।’

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার প্রসঙ্গে নৌ উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি যাকে নিয়ে এত হৈচৈ, তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। আমি মনে করি, আমরা সবাই বাংলাদেশি।

নির্বাচন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করা তাদের এখতিয়ার। আমাদের এখতিয়ার বলে মনে করি না। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে তারা কখন কিভাবে নির্বাচন দেবে। নতুন নির্বাচন কমিশন হয়েছে, তাদের সংগঠিত হতে দিন। তখন তারাই নিজে থেকে বলবে, তারাই নির্বাচনের রোডম্যাপ দেবেন।’

অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে উপদেষ্টা বলেন, ‘কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, তবে এর মধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, যেখানে দুই-একটি ক্ষেত্রে মালিক নেই, সেখানে সমস্যা হচ্ছে। তবে সরকার ইতোমধ্যে এর সমাধানে কাজ করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার থেকে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।’

নৌ রুটের নিরাপত্তা ও অবৈধ বাল্কহেড চলাচল রাতে বন্ধ করার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে ডিজি শিপিংকে বলা হয়েছে, তিনিও অবগত। তবে তার হাতে অনেক পরিদর্শক নেই। আমরা আরও পরিদর্শক আনতে যাচ্ছি। অন্যায় এবং আইন-বহির্ভূত কাজগুলো আমরা বন্ধ করবো।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.