The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ভারতের সঙ্গে তখনই বন্ধুত্ব হবে যখন আমাদের সম্মান করবে : ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ,জেড,এম জাহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হবে তখনই, যখন তারা আমাদের সন্মান করবে, আমরাও তাদেরকে সন্মান করবো। কোন অবস্থাতেই ভাবার কারণ নেই যে, আমি আপনার প্রজা আর আপনি আমার রাজা।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে বাংলাহিলি পাইলট আ্যন্ড কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, মসজিদের ঈমাম,মোয়াজ্জেম, এতিমখানার মুহতামিম ও ব্যবসায়ীদের সাথে সুধিসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সব প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। আমাদের ভারতের কোন মানুষের সাথে শত্রুতামি নেই, আমরা বাংলাদেশি তোমরা ভারতীয়, আমরা মিলেমিশে এই ভূ-খণ্ডে থাকতে চাই। কোন অবস্থাতেই ভাবার কারণ নেই, তোমরা শাসন করবে আর আমরা শাসিত হব। তোমরা শোষণ করবে আর আমরা সবসময় উজার করে দিব কখনোই না। কাজেই ভারতীয় যে সব শাসকরা আজকে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলছেন তাদের বুঝতে হবে।

তিনি আরও বলেন, আগে আয়নাতে নিজেদের চেহারা দেখেন আপনাদের দেশে সংখ্যালঘুদের কি অবস্থা, খ্রিস্টানদের কি অবস্থা, শিকদের কি অবস্থা, অন্য সংখ্যালঘুদের কি অবস্থা। সেই তুলনায় বাংলাদেশে হিন্দু ভাইয়েরা আছেন, মুসলমান ভাইয়েরা আছেন, অন্যান্য সম্প্রদায়ের ভাইয়েরা আছেন সকলেই আমরা মিলেমিশে বসবাস করছি। আমাদের মধ্যে কোন ধরনের ভেদাভেদ নেই।

You might also like
Leave A Reply

Your email address will not be published.