ঢাকা কলেজ প্রতিনিধিঃ ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মিছিল সকাল ১১:৩০ মিনিটে ঢাকা কলেজ ক্যাম্পাসের শহিদ মিনার থেকে শুরু হয়ে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব, নীলক্ষেত দিয়ে ঘুরে আবারও কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’ ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘আগ্রাসনের বিরুদ্ধে, আগুন জালাও এক সাথে,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকে।
এসময় পানির ন্যায্য হিস্যার পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ওগজলা ডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদও এ মিছিল থেকে করা হয়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা মাত্র কয়েকদিন আগেই দেশে পরিবর্তন এনেছি । এর মধ্যই হঠাৎ করে না জানিয়েই বাঁধ খুলে দিয়েছে। এতে ফেনী, নোয়াখালী পানির নিচে তলিয়ে গেছে। এতে পুরো বাংলাদেশই বিপর্যস্ত। আমরা ভারতের এই ধরনের কাযক্রম সহ্য করবো না। আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।