The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: ভারতীয় পণ্যের ওপর অতিরক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল মঙ্গলবার নিজের বাসভবন মার–এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘যদি কোনও দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ওরা প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের ওপর কোনও কর চাপাইনি।’ এ প্রসঙ্গেই ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়।’

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের চেয়ারে বাসার আগেই তিনি ভারত ও ব্রাজিলকে হুমকি দিলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, কিন্তু আমরাও পারস্পরিক চাপাব।’

এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্পের হবু বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, ‘নতুন সরকারে পারস্পরিক সুবিধাদানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমনই ব্যবহার পাবেন এটাই আশা করা উচিত।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.