গ্রুপ পর্বে এই দলটির কাছে হারলেও ফাইনালে দেখিয়ে দিল মেয়েরা। বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের হ্যান্ডবল স্টেডিয়াম আজ ছিল সরব। দুপুরের পর যার মাত্র আরও বাড়ে মেয়েদের জয়ের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু আইএইচএফ নারী টুর্নামেন্টে অ-১৭ পর্যায়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এটি প্রথম শিরোপা।
বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বে এই ভারতের কাছে হারলেও আজ ফাইনালে অবশ্য অন্য বাংলাদেশের দেখা মিলল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধে ২০-২০ গোলে সমতা ছিল।
পরের অর্ধে বাংলাদেশ ২৬ গোলের বিপরীতে ভারত করে ২৩ টি। ফলে ৪৬-৪৩ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।
বাংলাদেশ অ-১৭ দল যখন শিরোপা উদযাপন করছে। এর মধ্যেই অ-১৯ দল ফাইনালে ভারতকে মোকাবেলার জন্য নামছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে রয়েছে।