The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

ভর্তির দাবিতে ‘অনুত্তীর্ণ’ চিকিৎসকদের বিক্ষোভ, ভিসি অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট: রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগ দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন অনুত্তীর্ণ চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে চলমান সিন্ডিকেট মিটিংয়ের সময় তারা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের দাবি, বিগত সরকারের সময়ে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেননি, কেউ কেউ পরীক্ষার সুযোগই পাননি। বিশেষ বিবেচনায় তাদের এবার ভর্তির সুযোগ দেওয়া উচিত বলে তারা মনে করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরে হঠাৎ করেই কয়েকজন উত্তেজিত চিকিৎসক সিন্ডিকেট মিটিংয়ের স্থান ঘেরাও করে হৈচৈ শুরু করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানান, ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে নিয়োগপ্রাপ্ত কিছু মেডিকেল অফিসার ভর্তির দাবিতে হৈচৈ করেন। তারা রেসিডেন্সি পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। এবার তারা বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ চান।

এদিকে, বিক্ষোভের সময় বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পক্ষ অবৈধভাবে ভর্তির সুযোগের দাবি জানায়, অন্য পক্ষ এর বিরোধিতা করে স্লোগান দেয়।

দুপুর আড়াইটার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে সিন্ডিকেট বৈঠক পুনরায় শুরু হয়। মিটিং রুমের বাইরে আনসার সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.