The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত বাকৃবি ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধিঃ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত প্রকৃতিকন্যা খ্যাত প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি ব্রক্ষপুত্র নদের পড়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাস।

সরেজমিনে দেখা যায়, শনিবার (৫ আগস্ট) সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বাকৃবি কেন্দ্রে আসতে শুরু করেন। সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত চলবে ভর্তিযুদ্ধ।

কেউ কেউ বন্ধুদের সঙ্গে দলবেঁধে, কেউ বাবা-মায়ের সঙ্গে, কেউবা নিজে নিজে এসে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছেন। এই পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে পুরো ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির টহল চলমান রয়েছে। পাশাপাশি কাজ করছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা, শিক্ষক, কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, বঙ্গবন্ধু চত্ত্বর, জব্বার মোড়, ফার্স্ট গেইট, শেষ মোড়, কেয়ার, হ্যালিপ্যাড, আমতলা, বিজয় ৭১, টিএসসি সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণা। এছাড়াও গতকাল সারাদিন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়।

ভর্তি পরীক্ষা দিতে আসা জুনায়েদ নামের এক শিক্ষার্থী বলেন, রাজশাহী থেকে অনেক বড় আশা নিয়ে বাকৃবিতে এসেছি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। ক্যাম্পাসে এসেই মনটা ভরে গেল। এতো সুন্দর ক্যাম্পাস জীবনে প্রথম দেখলাম। খুব সাজানো-গোছানো ক্যাম্পাস। এখানে এসে বড় ভাই আপুদের সহযোগিতায় আমরা মুগ্ধ। আমাদের সঙ্গে বড় ভাই-বোনের মত আচরণ করেছে।

নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। নিরাপত্তার জন্য প্রায় দু’শ জন নিরাপত্তাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাহিনী বিভিন্ন পয়েন্টে নিযুক্ত রয়েছে। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও আমাদের সহায়তা করে থাকে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.