The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ব্যারিস্টার সুমন ২ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাকে রিমান্ডের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম।

এর আগে কড়া নিরাপত্তায় সুমনকে হবিগঞ্জের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লিটন দাস ব্যারিস্টার সুমনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের কোর্ট সাব-ইন্সপেক্টর ও বিএনপি জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১০ দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য শুনানিতে অংশ নেন। উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে এ সময় উত্তেজনা বিরাজ করে। প্রায় দুই মিনিটের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম আসামি ব্যারিস্টার সুমনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিকে রিমান্ডে নেয়ার আগে-পরে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে রিমান্ডের প্রতিবেদন দাখিল করতে হবে।

গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা করা হয়।

হবিগঞ্জের মাধবপুরে সরকারি ডাকবাংলোয় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এবং রাজধানীর বনশ্রীতে আন্দোলনে হামলার মামলায়ও তিনি আসামি।

গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ নভেম্বর) তাকে ঢাকার কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.