সিয়াম মেহেদি: ময়মনসিংহ শহরের একটি অন্যতম পরিচিত স্থান ব্যাটবল চত্বর। এটি কেবল একটি স্থাপনা নয়, বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক গৌরবের প্রতীক, শহরের ক্রীড়া ঐতিহ্যকে সামনে তুলে ধরতে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই চত্বরটি নির্মাণ করা হয়েছিল। তবে, সময়ের সঙ্গে সঙ্গে এই স্থাপনাটি তার নান্দনিকতা হারিয়ে ফেলছে।
ব্যাটবল চত্বরটি এমনভাবে নির্মাণ করা হয়েছিল, যা একজন পথচারীকেও ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলতে পারে। কিন্তু বর্তমানে চত্বরটি আড়ালে পড়ে গেছে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ব্যানার-পোস্টারের ভারে। স্থাপনাটির প্রতীকী বার্তা এবং সৌন্দর্য এখন দূর থেকে আর বোঝার উপায় নেই। এমনকি স্থাপনাটির মূল উদ্দেশ্যও হারিয়ে যেতে বসেছে।
সিটি কর্পোরেশন যদিও পোস্টার ও ব্যানার অপসারণের জন্য কিছু আইন এবং নির্দেশনা জারি করেছে, তবুও এসব নিয়মের কার্যকর বাস্তবায়ন নেই বললেই চলে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন প্রচারে এই স্থাপনাটিকে ঢেকে দেওয়া হয়, যা স্থাপনাটির সৌন্দর্য এবং বার্তা উভয়কেই ম্লান করে দিচ্ছে।
নগরীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ব্যাটবল চত্বর ময়মনসিংহের ক্রীড়া ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। কিন্তু পোস্টার এবং ব্যানারে চত্বরটি ঢেকে ফেলা হয়েছে। এটি খুবই হতাশাজনক।”
তিনি আরও বলেন শহরের সৌন্দর্য রক্ষায় এবং স্থাপনাগুলোর প্রকৃত উদ্দেশ্য তুলে ধরতে নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিটি করপোরেশনের আরও কঠোর এবং নিয়মিত উদ্যোগ প্রয়োজন। ব্যাটবল চত্বরটি কেবল একটি স্মারক নয়; এটি ময়মনসিংহ শহরের গর্ব। তাই, এটি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয়রা জানান, সময় এসেছে, ব্যাটবল চত্বর তার প্রকৃত রূপে ফিরে আসুক এবং তার ক্রীড়ার প্রতীকী বার্তা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিক এমনটাই প্রত্যাশা তাদের।