The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫

ব্যক্তিগত ভিডিও ফাঁস: অভিযুক্তকে ক্ষমা করলেন পাকিস্তানি টিকটকার

ডেস্ক রিপোর্ট: ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করার কথা জানালেন পাকিস্তানি টিকটক তারকা ইমশা রেহমান। খবর ডেইলি পাকিস্তানের

গত বছরের নভেম্বরে শেষ ভাগে ইমশার টিকটক অ্যাকাউন্ট হ্যাক করে ভিডিওটি ফাঁস করা হয়। ভিডিও ফাঁসের মামলায় আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয়।

ইমশার আইনজীবী হাদি আলী বলেন, এ ঘটনার জন্য তিনি (আবদুল আজিজ) অনুতপ্ত বলে জানিয়েছেন। ফলে তাঁর জামিনের বিরোধিতা করেননি তাঁরা।

ফলে আদালতে শুনানি চলাকালে সন্দেহভাজন অভিযুক্ত আবদুল আজিজকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার কথা জানান ইমশা।

দেশটির গুজরানওয়ালা শহর থেকে আবদুল আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।

জীবনযাপন নিয়ে কনটেন্ট নির্মাণ করে দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছেন ইমশা রেহমান। টিকটক ও ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় তিনি। টিকটকে দুই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। ইমশা পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও জনপ্রিয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.