চবি প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।
বুধবার(৩১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে ‘নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যে’-র ব্যানারে আয়োজিত হয় এই মানববন্ধন।
এতে সমন্বয়ক হিসেবে ছিলেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। মানববন্ধন সঞ্চালনা করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। মানববন্ধন শেষ দোয়া পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী ও অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বশর ও রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
মানববন্ধনে রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ওপরও গুলি চালানো হয়েছে, যারা কি-না পরিবারের প্রয়োজনে বাইরে বের হয়েছিলো। এতে করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা করা হয়েছে।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, দেরীতে হলেও আমরা সংহতি জানাতে পেরেছি। চলমান নিপীড়নের প্রতিবাদে সরব হতে শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে। পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রতিবাদ চলমান থাকবে।
অন্যদিকে একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে শহিদ মিনারে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একই দাবিতে মানববন্ধন ও র্যালি করেন প্রায় ১১ শিক্ষক। এতে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের গোলাম হোসেন হাবীব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুনমুন নেছা চৌধুরীসহ অন্যন্যরা।