The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ হচ্ছে

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পরিচিতি নম্বর পাবেন। এতে শিক্ষার্থীদের ভর্তিসহ যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে।

এ বিষয়ে আজ মঙ্গলবার ইউজিসিতে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ দ্রুত সময়ের মধ্যে ‘ইউনিক আইডি’ করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এর ফলে দেশ-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরি ক্ষেত্রে সনদ যাচাইয়ে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না।

বর্তমানে সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১০৮টি। এগুলোতে মোট শিক্ষার্থী তিন লাখের বেশি।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, ১৬ ডিজিটের ‘ইউনিক আইডি’তে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীর সব তথ্য সংরক্ষিত থাকবে। প্রতারণা থেকে শিক্ষার্থীদের রক্ষা করা এবং সনদ যাচাই নিশ্চিত করতে ইউজিসি এ উদ্যোগ গ্রহণ করেছে। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আসনের বিপরীতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা জানার পাশাপাশি জাল সনদধারীদের চিহ্নিত করাও সহজ হবে। শিক্ষার্থীরা সহজে ‘ক্রেডিট ট্রান্সফার’ করতে পারবেন এবং সনদের আন্তর্জাতিকীকরণ ও গ্রহণযোগ্যতা বাড়বে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রার, হেড অব আইটিসহ ইউজিসি–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.