সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি উইমেনস প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট বিভাগে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: উইমেনস প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: মনোবিজ্ঞান/জেন্ডার বা উইমেনস স্টাডিজ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রাম ও রোহিঙ্গাদের ভাষা জানা থাকলে ভালো। কেবল নারীরাই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ১,২৭,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২২