বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) প্রথমবারের মত মধুমাস উপলক্ষে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে। উৎসবে ছিল আম, জাম, কাঠাল, লিচু, আনারস ড্রাগনফল,পেয়ারা,লটকনসহ বাহারি ফল।
শনিবার (১৭ই জুন) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দ্বিতীয় তলায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
বেরোবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ শিপন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবিসাসের সভাপতি মাহমুদ জয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জনসংযোগ,তথ্য ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আলী বলেন,আমরা পরিবারের বাইরে মেসে বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা হলে থাকার কারনে মৌসুমি ফলগুলো বাসার মত করে খাওয়ার সুযোগ হয় না, সাংবাদিক সমিতি পরিবারের বাইরে আর একটি পরিবার। পরিবারকে সাথে নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন একটা ভালোলাগার বিষয়। প্রতিবারই যেন এ ধারা অব্যহত থাকে।
বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদ জয় বলেন, আমাদেরই সমিতি আমাদের পরিবারের মতোই। তাই পরিবারের সবাইকে নিয়েই আমাদের এই আয়োজন। কারন আমরা এই মৌসুমে ক্যাম্পাসে থাকার কারনে মৌসুমি ফলগুলো খেতে পারতেছিনা।তাই আমাদের এই আয়োজন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরোবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. আবু সাইদ জনি ,যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হিমেল, দপ্তর সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।