বেরোবি প্রতিনিধি: সম্প্রতি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর এবার প্রকাশ্যে আসলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম।
জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোঃ সোহেল রানা ও সেক্রেটারি মোঃ সুমন সরকার। সভাপতি মোঃ সোহেল রানা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক(সম্মান) ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি মোঃ সুমন সরকার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) ১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াই টায় জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে ও জুলাই গনহত্যার বিচার দাবিতে রংপুর মহানগর ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি বক্তব্য রাখেন। মিছিলটি লালবাগ থেকে শুরু হয়ে মডার্ন মোড়ে অবস্থান নেয়।
উক্ত সমাবেশে বেরোবি ছাত্রশিবির সভাপতি মোঃ সোহেল রানা বলেন, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ থেকে আমরা বলতে চাই, আমাদের ছাত্র সমাজ ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো অধিকার আদায়ে সচেষ্ট থাকবে। আমাদের ছাত্রসমাজ দেশের মানুষের অধিকার আদায়ের একতাবদ্ধ থাকবে। গত জুলাই বিপ্লবে ছাত্র সমাজ তাদের ঐক্য শক্তি দেখিয়েছে। আগামীতে ছাত্র সমাজ ফ্যাসিবাদী দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে।
তিনি আরো বলেন, জুলাইয়ের গণহত্যা ইতিহাসের একটি কলঙ্ক অধ্যায়। গণহত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে৷ আমরা লক্ষ্য করছি ফ্যাসিবাদী সরকার শ্রমিক লীগ, রিক্সালীগ, ইসকন লীগ হয়ে ফিরে আসছে। তারা যে রূপে ফিরে আসুক না কেন তাওহিদী ছাত্রসমাজ সেটা রুখে দেবে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের বিচার করতে হবে । সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ, আমরাও আমাদের দেশে সন্ত্রাসী সংগঠন ইসকনকে দেখতে চাই না।
ছাত্রশিবির সভাপতি মোঃ সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি রাইজিং ক্যাম্পাসকে জানান, আমরা সব সময় ছাত্রদের পাশে থেকে ন্যায়বিচার ও নৈতিকতা নিয়ে কাজ করতে চাই। আমরা ছাত্রদের যেকোনো সমস্যায় পাশে থাকবো।আমরা ছাত্রদের নিয়ে ঐক্যের শক্তি হিসেবে কাজ করে যাবো।
উল্লেখ্য সভাপতি মোঃ সোহেল রানার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এবং সেক্রেটারি মোঃ সুমন সরকারের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে।