The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

বেরোবির সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ-মাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ-এমআরডিআই ও ইন্টারনিউজের আয়োজনে এবং ইউএসএইড এর সহযোগিতায় ‘ফ্যাক্ট-চেকিং এন্ড ডিজিটাল হাইজিন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

আজ বুধবার (৪ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মোঃ সাইফুল আলম চৌধুরী এবং এরআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর শওকাত আলী বলেন, সাংবাদিকতা একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। অন্যান্য বিভাগ থেকে এখানে পড়াশুনার ধরনও আলাদা। এই বিভাগে পড়াশোনার পাশাপাশি বাস্তব জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য হাতে-কলমে শিক্ষা নেয়াটা জরুরি। এক্ষেত্রে এধরনের কর্মশালা শিক্ষার্থীদের জন্য অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগকে যুযোপযোগী করে তুলতে ল্যাব প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হবে। আমি আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে দেশ-বিদেশে পজিটিভভাবে উপস্থাপন করবে। বেরোবির সাংবাদিকতা বিভাগে এমন আয়োজনের জন্য এমআরডিআই-কে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য। এছাড়াও বিভাগের নানা সমস্যা কাটিয়ে উঠার জন্য সহযোগিতার আশ্বাস দেন অধ্যাপক শওকাত আলী।

এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, এমআরডিআই যেহেতু সংবাদ-মাধ্যম উন্নয়নে কাজ করে তাই এর অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উন্নয়নে বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। ফ্যাক্টচেকিং বিষয়ে সাংবাকিদতা বিভাগে ল্যাব প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাংবাদিকতা বিভাগ ক্লাসের পড়াশুনার পাশাপাশি এমন কর্মশালা বেশি বেশি আয়োজন করতে চাই। এক্ষেত্রে সহযোগিতা কামনা করেন তিনি।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.