The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪

বেরোবি’র রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

বেরোবি প্রতিনিধি : ভাষার মাসের প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যালুমিনিয়াম স্পোর্টস উইক-২০২৩ এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। এতে স্পোর্টস উইকে মেয়েদের সাতটি দল এবং ছেলেদের সাতটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল সহ বিভিন্ন রকম ইনডোর খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারী শেষ হবে।

অনুষ্ঠানে অফিসিয়াল এবং টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানি গ্রুপ। এছাড়া প্রিন্সিপাল স্পন্সর হিসেবে থাকছে Ad-din Properties Limited, Mentors Rangpur Branch, Sotota BD, Trust Computer, Language help bd ও লবঙ্গ হোটেল এন্ড রেস্টুরেন্ট।

মিডিয়া স্পন্সর হিসেবে ইউটিউব চ্যানেল SVG, Chemsphere Infinity এবং ফেইসবুক পেইজ BRUR Sports Arena ও Sports Circle 24 রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী, বেরোবি ছাত্র উপদেষ্টা ও রসায়ন বিভাগের শিক্ষক মো. নুরুজ্জামান খান, রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল লতিফ, ড. অবিনাশ চন্দ্র সরকার, ড. মো. জাকির হোসেন ও মোস্তফা কাইয়ুম শারাফাত এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সকল ব্যাচের শিক্ষার্থীরা।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

  1. প্রচ্ছদ
  2. ক্যাম্পাস
  3. বেরোবি’র রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

বেরোবি'র রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

বেরোবি প্রতিনিধি : ভাষার মাসের প্রথম দিনে ভাষা শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে রসায়ন বিভাগের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যালুমিনিয়াম স্পোর্টস উইক-২০২৩ এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। এতে স্পোর্টস উইকে মেয়েদের সাতটি দল এবং ছেলেদের সাতটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল সহ বিভিন্ন রকম ইনডোর খেলার সমন্বয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারী শেষ হবে।

অনুষ্ঠানে অফিসিয়াল এবং টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইস্পাহানি গ্রুপ। এছাড়া প্রিন্সিপাল স্পন্সর হিসেবে থাকছে Ad-din Properties Limited, Mentors Rangpur Branch, Sotota BD, Trust Computer, Language help bd ও লবঙ্গ হোটেল এন্ড রেস্টুরেন্ট।

মিডিয়া স্পন্সর হিসেবে ইউটিউব চ্যানেল SVG, Chemsphere Infinity এবং ফেইসবুক পেইজ BRUR Sports Arena ও Sports Circle 24 রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী, বেরোবি ছাত্র উপদেষ্টা ও রসায়ন বিভাগের শিক্ষক মো. নুরুজ্জামান খান, রসায়ন বিভাগের শিক্ষক ড. মো. আব্দুল লতিফ, ড. অবিনাশ চন্দ্র সরকার, ড. মো. জাকির হোসেন ও মোস্তফা কাইয়ুম শারাফাত এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সকল ব্যাচের শিক্ষার্থীরা।

পাঠকের পছন্দ

মন্তব্য করুন