The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫

বেরোবিতে হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন ময়লার ডাস্টবিনে স্বৈরাচারী আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কিছু সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাখা ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ নতুন ১০টি ডাস্টবিন স্থাপন করেন। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক ভবন ও প্রধান ফটক, ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মন্ডল বলেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো। বিপ্লবী ছাত্রজনতার গণভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট এর স্থান যে ময়লার স্তূপে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রমাণ করে দিলো, খুনি হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন স্থাপন করে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধি এবং ফ্যাসিস্ট এর প্রতি তাদের যে ঘৃণা সেটির প্রতিফলন হয়ে থাকবে এই খুনি হাসিনার প্রতিকৃতি সংবলিত ডাস্টবিন।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী আলভীর বলেন, ইতিহাসের পাতায় যুগে যুগে স্থান করে নেয় বিখ্যাত এবং কুখ্যাত লোকেরা । বিখ্যাতদের জায়গা হয় মনের মধ্যে এবং কুখ্যাত দের স্থান ঘৃণার অতল গহবরে। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম একজন ঘৃণিত দের মধ্যে অন্যতম। তার বিগত ১৭ বছর শাসন আমলে বাংলাদেশ কে একটি উন্মুক্ত কারাগারে পরিনত করেছিলো। সর্বশেষ জুলাই আন্দোলনে এই নরপিশাচ একটা গনহত্যা চালিয়ে এখন ভারতে পালিয়ে আছে। তার মতো নরপিশাচরের স্থান তো ডাস্টবিনে হবে এটাই স্বাভাবিক। আবু সাইদের বিশ্ববিদ্যালয় যেখান থেকে আন্দোলনের স্ফুলিঙ্গের শুরু সেখান থেকে হোক নরপিশাচ হাসিনাকে ডাস্টবিনে ফেলা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবির রহমান বলেন, ফ্যাসিবাদকে যে মানুষ ঘৃণা করে তার প্রতিকৃতি হিসেবে এই ডাস্টবিন। বেরোবি শিক্ষার্থীদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধীর একটি প্রতীক আজ স্থাপন হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.