বেরোবিতে দিনব্যাপী স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দিনব্যাপী রংপুর স্মাট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪(নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয়তলায় অনুষ্ঠিত হয়।জাতীয় সংগীতের মাধামে মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেমিনারের মাধ্যমে শেষ হয়।শেষ হওয়ার আগে উপচার্য ও উপ-উপচার্য মেলায় প্রদর্শিত স্টোর গুলো প্রদর্শন করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড হাসিবুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন উপ উপচার্য ড সরিফা সালোয়া ডিনা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুরের পরিচালক প্রকৌশলী মো আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীএবং মোটিভেশনাল ফ্রিল্যান্সাররা।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুরের পরিচালক স্মার্ট কর্মসংস্থান মেলার সভাপতি আমিনুল ইসলাম বলেন, আজকের এই স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্দেশ্য হলো,যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী তাদের কে উৎসাহিত করা,এছাড়াও যারা চাকরি করতে আগ্রহী তাদের কে বিভিন্ন আইটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেওয়া।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য ড. সরিফা সালোয়া ডিনা বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ে উঠার পিছনে যুব সমাজের ভূমিকা অনেক।এই যুব সমাজের ভিত্তি করে গড়ে উঠে স্মার্ট সোসাইটি বা স্মার্ট সিটিজেন।আর ডিজিটাল বাংলাদেশ হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রকল্প।
প্রধান অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. হাসিবুর রশীদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প ২০৪১ সালের মধ্যে আমরা বিশ্বের বুকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠওত করবো।আমরা বিশ্ববিদ্যালয়ে একটি টেকনোলজিস্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো, যেখানে আমাদের শিক্ষার্থীরা স্মাট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন,ডিজিটালাইজেশন এর কারনে বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেশনজট শূন্যের কোঠায়।