The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ১লা নভেম্বর, ২০২৪

বেরোবিতে আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (ব্রুসা) কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট ২০২৪ এ চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে এ গৌরব অর্জন করে সাংবাদিকতা বিভাগ।

শুক্রবার (১ নভেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বিকাল সাড়ে ৪ ঘটিকায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পেনাল্টির মাধ্যমে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
মূলত খেলার প্রথমার্ধে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান প্রতিপক্ষের গোলপোস্টে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের শেষ মূহুর্তে প্যালান্টির মাধ্যমে গোল দিয়ে সমতায় ফিরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খেলার দ্বিতীয়ার্ধে গোল শূন্য থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। পরবর্তীতে পেনাল্টিতে গড়ায় খেলা। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান।

এসময় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ” এমন একটি সুন্দর আয়োজন করার জন্যে ব্রুসা-কে ধন্যবাদ। দুইদল-কে সমান অভিনন্দন জানাই। আমি ব্রুসা কর্তৃপক্ষকে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে ভালো খেলোয়ারদের নিয়ে ক্যাম্পেইন করার অনুরোধ রাখছি। যাতে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন করতে পারে। ”

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিদ্দিকুর রহমান জানান, “বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। আমরা উপাচার্য স্যারের কাছে আমরা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অনুরোধ জানিয়েছি। আশা করি সামনের সামনে আমরা এ টুর্নামেন্টের অনুমোদন পাবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ” এমন সুন্দর আয়োজনে জন্যে তোমাদের ধন্যবাদ। আমাদের মাদক ছেড়ে মাঠে আসতে হবে। খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আজকে এ অনুষ্ঠানে ভিসি স্যারের উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু জরুরি কাজের জন্যে স্যার উপস্থিত থাকতে পারেননি। স্যার আমার মাধ্যমে আপনাদের অভিনন্দন জানিয়েছেন।”

এ টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের খেতাব অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গোলরক্ষক পারভেজ হাসান এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টের খেতাব অর্জন করেন একই বিভাগের আরমান হোসেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.