ডেস্ক রিপোর্ট: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথ অনুষ্ঠানে বহু ধনকুবেরের সমারোহ দেখা যায় সেখানে। তারই মধ্যে ফেসবুক-মেটা প্রধান মার্ক জাকারবার্গের একটি ক্লিপ ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ভাইরাল হওয়া ওই ক্লিপে— জাকারবার্গের পাশে বসা জেফ বেজোসের বাগদত্তা বান্ধবী লরেন স্যানচেজের দিকে জাকারবার্গের চাহনি নিয়ে নানান প্রশ্ন উঠেছে।
ওই ক্লিপে দেখা গেছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একটি দিকে পরপর মার্কিন কোটিপতিরা বসে রয়েছেন। সেখানে অ্যামাজনের জেফ বেজোসের পাশে ছিলেন তার বাগদত্তা লরেন স্যানচেজ। লরেনের পাশে ছিলেন সস্ত্রীক জাকারবার্গ।
ক্লিপে দেখা যায়, জাকারবার্গ মাথা ঘোরাতেই লরেনের শরীরের একাংশের দিকে তাকাচ্ছেন। প্রশ্ন উঠছে, খোলামেলা পোশাকে থাকা লরেনের শরীরের উর্ধ্বাঙ্গের কোনো দিকেই কি তাকাচ্ছিলেন জাকারবার্গ?
জাকারবার্গের মতো ব্যক্তিত্বের এহেন চাউনি নিয়ে বহু প্রশ্ন উঠছে। ক্লিপ ভাইরাল হতেই নেটপাড়ায় নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে। তবে জাকারবার্গের তরফে কোনো মন্তব্য আসেনি।
প্রসঙ্গত, ট্রাম্পের শপথে কোটিপতিদের ভিড়ে নানান ভিডিও গতকাল থেকেই ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। সদ্য ইলন মাস্ককে ঘিরেও এমন কিছু ভিডিও ঘুরপাক খেয়েছে। সেখানে ইলন মাস্কের স্যালুটের ভঙ্গি হিটলারের স্যালুটের ভঙ্গি কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।