ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) মোট ১১ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। বুটেক্সের ৯১তম সিন্ডিকেট সভায় ৯ জনকে অধ্যাপক এবং ২ জনকে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন— ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. রিয়াজুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. ইমদাদ সরকার, ওয়েট প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. শেখ মো. মামুন কবীর, ড. কাউসার পারভীন চৌধুরী, ড. রাশেদা বেগম দিনা ও ড. ইমানা শাহরীন তানিয়া, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মাহমুদা আক্তার ও ড. লামইয়া জহির এবং টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন বিভাগের ড. মো. মাহবুবুর রহমান।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ওয়েট প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. রাশেদুল ইসলাম, গণিত ও পরিসংখ্যান বিভাগের ড. মোঃ রুকনুজ্জামান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই পদোন্নতি শিক্ষকদের আরও উৎসাহিত করবে এবং বুটেক্সের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকরা দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।