The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বুটেক্সে অনুষ্ঠিত হলো জব প্লেসমেন্ট সিরিজ-২০২৪

বুটেক্স প্রতিনিধি: শিক্ষার্থীদের চাকরী ও ইন্টার্নের সুযোগ দিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো জব প্লেসমেন্ট সিরিজ-২০২৪।

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সোমবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মোঃ মামুন কবীর। এছাড়া আরো উপস্থিত ছিলেন এফসিআই গ্রুপের সিনিয়র সাধারণ পরিচালক রাজীব আলম চৌধুরী ও এফসিআই গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।

এফসিআই গ্রুপের সিনিয়র সাধারণ পরিচালক রাজীব আলম চৌধুরী বলেন, এফসিআই একটি নেতৃস্থানীয় প্রস্তুতকারক, যেটি পণ্যের বহুমুখী পরিসরের জন্য পরিচিত। তিনি এফসিআই গ্রুপ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কি কি সুবিধা আছে এই বিষয়গুলো তুলে ধরেন। কিভাবে এই সেক্টরে সফল হওয়া যাবে এই ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়াও তিনি এফসিআই গ্রুপে ইন্টার্ন ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আমন্ত্রন জানান।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মোঃ মামুন কবীর বলেন, প্রথমত আমি বুটেক্স ক্যারিয়ার ক্লাবকে জব প্লেসমেন্ট সিরিজ-২০২৪ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। যেসব শিক্ষার্থী পড়াশোনা শেষ করে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে তাদের জন্য এটি একটি বড় সুযোগ। বর্তমানে যারা পাশ করে বের হচ্ছে তাদের অধিকাংশই প্রযুক্তিগতভাবে, ব্যবস্থাপনার বিষয়গুলোতে বেশ পিছিয়ে। একটি ইন্ডাস্ট্রি পরিবেশে খাপ খাওয়াতে কিংবা নিজেকে যোগ্য হিসেবে প্রকাশ করতে এই বিষয়গুলো অত্যন্ত জরুরী। এছাড়াও শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।এই বিষয়গুলো লক্ষ্য না রাখলে ক্যারিয়ার হুমকির মুখে পড়ার জোর সম্ভাবনা রয়েছে।

বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান বলেন, আমরা ২০১৬ সাল থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা ছাড়াও কিভাবে একজন শিক্ষার্থী খুব সহজেই একটি কর্মক্ষেত্র নিশ্চিত করতে পারে সে বিষয়ে কাজ করছি। জব প্লেসমেন্ট সিরিজ-২০২৪ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সদ্য পাশকৃত শিক্ষার্থীদের জন্য সহজেই চাকরির সুযোগ তৈরি করা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকরির সুযোগ নিশ্চিত করা। সামনে এই ধরণের আরো প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করা হচ্ছে।

প্রোগ্রোমে আরো ছিলো প্রশ্নোত্তর পর্ব। যেখানে অতিথিদের প্রশ্ন করে তাদের কাছ থেকে টেক্সটাইলের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পায় শিক্ষার্থীরা। প্রোগ্রমের শেষ পর্যায়ে নতুন গ্রেজুয়েট শিক্ষার্থীরা সরাসরি ও অনলাইনে এফসিআই গ্রুপের কাছে সিভি জমা দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.