The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

বিসিবি সভাপতি পাপনকে কী বললেন তামিম

ইন্ডিয়া বিশ্বকাপ খেলতে পারেননি তামিম ইকবাল। তামিম ও সাকিব কান্ডে দেশ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশ্বকাপের সময়। বিশ্বকাপের পরে এখন তামিম  কবে মাঠে ফিরবেন, আদৌ ফিরবেন কি না, এসব নিয়ে নানা গুঞ্জন চলছে।

ইতোমধ্যে দিন কয়েক আগে তামিম দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। কী বিষয়ে কথা বলতে গিয়েছিলেন, তা নিয়ে কিছুই বলেননি বাংলাদেশ দলের এই ওপেনার। এরপর আজ দুপুরে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছেন তামিম।

বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর এই প্রথম বিসিবি সভাপতির সঙ্গে একান্তে কথা বললেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সেখানে দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে তামিম কিছু বলেননি। তবে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা ওপেনারের সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে, সেসবের পাশাপাশি নিজের মেয়াদ নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি।

তামিমের সাক্ষাতের কারণ নিয়ে নাজমুল বলেছেন, ‘তামিম দুই তিন আগে থেকেই বলছিল যে ও আসবে। এর আগে লাস্ট ওর সঙ্গে যখন কথা হয়েছিল, ও বলেছিল আপনি নাকি কিছু জানেন না, আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে. তা না। কারণ টাইম খুব অল্প ।’

নাজমুল আরও বলেন, ‘তামিম কিছু কথা বলেছে। কিন্তু এমন একটা সময় বলেছে যে আমার হাতে একদম সময় নেই। আর এক মাস পর আমার নির্বাচন। তাই এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি। আমি ওকে বলেছি দেখো, নির্বাচন শেষে এসেই যে আমি তোমার সব কথা শুনব তেমন কিন্তু না। আমি কারও কথায় কিছু করব না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায় এবং আমি ডিপে ঢুকে সমস্যাটা জানতে চাই।’

এই মেয়াদের পর আর বিসিবি সভাপতি পদে না থাকার কথাও বলেছেন নাজমুল, ‘আমি বেশি দিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করব। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেব।’

কবে মাঠে ফিরতে পারেন তামিম, এ বিষয়ে বিসিবি সভাপতি নির্দিষ্ট কিছু বলতে পারেননি, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

You might also like
Leave A Reply

Your email address will not be published.