বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আবেদন, প্রিলি, লিখিত এবং ভাইভা পরীক্ষায় অপ্রয়োজনীয় কগজ/ সনদের বোঝা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এ সিদ্ধান্ত কার্যকর হলে একজন প্রার্থীকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সনদ এবং অপ্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে হবে না। এবিষয়ে সোমবার (৬ মার্চ) কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন
পিএসসি চেয়ারম্যান বলেন, একজন প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে যেহেতু একাধিক তথ্য থাকে, সেহেতু নতুন করে অপ্রয়োজনীয় এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য তালিকা থেকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করছি। তবে নতুন নিয়মে কি কি কাগজপত্র চাওয়া বা বাদ দেওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আশা করছি খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে একজন বিসিএস প্রার্থীকে যেসব কাগজ সরবরাহ করতে হয়-
>>> প্রবেশপত্র এক কপি। মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র এক কপি। সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এক কপি করে।
>>> ইকুইভ্যালেন্স সনদ এক কপি। (যারা বিদেশ থেকে প্রকৌশল, মেডিকেল ও সাধারণ বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন)
>>> কোটা থাকলে কোটার সমর্থনে সব কাগজপত্র এক কপি
>>> ছাড়পত্র/ইস্তফাপত্র/অপসারণ আদেশ এক কপি
>>> অবতীর্ণ সনদ এক কপি। যারা অবতীর্ণ সনদ দিয়ে আবেদন করেছিলেন তাদের জন্য।
>>> মূল সনদে চার বছর মেয়াদি ডিগ্রির কথা উল্লেখ না থাকলে সে-সংক্রান্ত প্রত্যয়নপত্র এক কপি।
>>> ডাক্তারের কাছ থেকে ওজন, বুকের মাপ ও উচ্চতার প্রত্যয়নপত্র এক কপি। বিপিএসসি ফরম-০৩ এক কপি।
>>> বিপিএসসি ফরম-০১ দুই কপি।
>>> প্রাক চাকরিবৃত্তান্ত যাচাই ফরম দুই কপি।
>>> তিন কপি সত্যায়িত ছবিসহ বিপিএসসি ফরম-০২ তিন কপি।
এছাড়া নাগরিকত্ব সনদপত্রসহ প্রায় ১৫ ধরনের কাগজপত্র সরবরাহ করতে হয়।