The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, বেতন লাখের বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে তিন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (প্রটোকল অ্যান্ড ট্রাভেল)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাচিবিক কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট (আইসিটি)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেম ইঞ্জিনিয়ার হতে হবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অব হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার প্ল্যাটফর্ম, টেলিকমিউনিকেশনে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা বা আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার ৬১৭ টাকা (বার্ষিক ১৫ লাখ ৬৭ হাজার ৪০৮ টাকা)। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স/ অ্যাকাউন্টিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এইচআর ট্রেনিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে (পিজিডিএইচআরএম) স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের সংস্থা, আন্তর্জাতিক সংস্থা বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ার পয়েন্ট ও অ্যাকসেসে দক্ষ হতে হবে। জিএসএম/ ওরাকলভিত্তিক ইআরপি সিস্টেম জানতে হবে। বাংলাদেশের গণস্বাস্থ্য বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৭২ হাজার ৩৭৫ টাকা। এ ছাড়া ইনস্যুরেন্স ও সংস্থার নীতিমালা অনুযায়ী ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডব্লিউএইচওর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ এপ্রিল ২০২২।

You might also like
Leave A Reply

Your email address will not be published.