রাবি প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নির্বাচিত ১৬টি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ১১তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
আগামী ২৩ মে ফাইনাল বিতর্ক অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিপক্ষ হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মধ্যে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে রাবি বিতর্ক দলের প্রতিনিধি আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সিফাত হোসেন জানান, ‘জাতীয় পর্যায়ে রাবিকে প্রতিনিধিত্ব করা আমার কাছে সবসময় গৌরব ও সম্মানের। যখনি কোনো প্রতিযোগিতায় যাই মনে হয় এই সবুজ মতিহারের ৭৫৩ একরের প্রতিটি মানুষ আমাদের সাথেই আছেন। আশা করি রাবির মুকুটে সাফল্যের পালক যুক্ত করতে পারবো।’
রাবি বিতর্ক দলের শিক্ষার্থীরা হচ্ছে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সিফাত হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের মামুনুজ্জামান স্নিগ্ধ ও দর্শন বিভাগের নিলয় সাহা।