রাবি প্রতিনিধি: ৮ মার্চ বিশ্ব নারী দিবস। দিবসটিকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসব ২০২৪। সেভ ইয়ুথ আরইউ চ্যাপ্টারের উদ্যোগে ‘নারীর চোখে আগামীর বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত উৎসবটি আয়োজিত হচ্ছে।
নারীর ক্ষমতায়ন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর সমতা বিধান, নারী সহিংসতা দূরীকরণ এবং নারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে আন্তঃক্লাব নারী বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।
এশিয়ান সংসদীয় এই বিতর্ক প্রতিযোগিতাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিতর্ক সংগঠন থেকে তিনজন নারী বিতার্কিকের সমন্বয়ে গঠিত একাধিক দল অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করতে পারবে। সেক্ষেত্রে আগে রেজিষ্ট্রেশন করা ০৮ টি দল চূড়ান্ত করবে আয়োজক কমিটি। আগামী ১-৭ মার্চ নক-আউট পর্ব এবং ৮ মার্চ সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
উক্ত বিতর্ক উৎসবে কোন রেজিস্ট্রেশন ফি নেই। এশিয়ান সংসদীয় ধারায় বিতর্কটি পরিচালিত হবে।