জাবি প্রতিনিধি : আর্ন্তজাতিক ধরিত্রী দিবসে “Plantation and Cleanness Drvie “প্রতিপাদ্যকে ধারণ করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয় (জাবি) আর্থ সোসাইটি। দিবসটি উপলক্ষে ফলজ, বনজ, ঔষধিগুণ সম্পন্ন বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।
সোমবার (২২ এপ্রিল ) সকাল সাড়ে ন’টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কুফল বর্তমান বিশ্ব ভোগ করছে মনে করিয়ে দিয়ে জাবি আর্থ সোসাইটির সভাপতি শিমুল আহমেদ বাপ্পি বলেন, জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাসের প্রভাব রুখতে বৃক্ষরোপনের বিকল্প নেই। পরিকল্পিত নগরায়নের পাশাপাশি আমাদের পরিকল্পিত বৃক্ষরোপনে মনোযোগি হতে হবে। তাছাড়া, জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়াতে হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক তামিম মোস্তরী বলেন, দেশের জনগণকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদানের জন্য আমাদের এমন উদ্যোগ। পরিবেশের তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। তাছাড়া, ষড়ঋতুর এ দেশে এখন তিন থেকে চারটি ঋতুর বৈচিত্র উপলব্ধি করা যায়। বৈশ্বিক উষ্ণায়নের এ চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপনের বিকল্প নেই।এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।