ডেস্ক রিপোর্ট: বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত জাপানের তোমিকো ইতুকা আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় হিয়োগো প্রদেশের আশিয়ায় একটি অবসর নিবাসে তিনি মারা যান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ১৯০৮ সালের ২৩ মে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন এই নারী। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর চারটি সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিল। আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা তার মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০২৪ সালের আগস্টে, স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেস রেকর্ডসে ইতুকাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্প্রতি জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস।