বেরোবি প্রতিনিধি: বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় টানা দ্বিতীয়বারের মত স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড.আবু রেজা মো তৌফিকুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ে (৪অক্টোবর) যৌথভাবে এ তালিকা প্রকাশ করেছে।
ড.আবু রেজা তৌফিকুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধ স্পীনজার নেচার, উইলি,টয়লার এ্যান্ড ফ্রান্সিস, এলসেভিয়ার মতো জার্নালে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর গবেষণার সাইটেশন সংখ্যা প্রায় ৮ হাজার ৩০০টি। বর্তমানে তিনি যৌথভাবে গবেষণা করছেন যুক্তরাষ্ট্র,সৌদি আরব, মালয়েশিয়া,জাপানসহ প্রায় ১০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিজ্ঞানীদের সঙ্গে।তারা সবাই ২%বিজ্ঞানীর অন্তর্ভুক্ত।
তৌফিকুলের গবেষণার প্রধান বিষয় পানি সম্পদ,জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূযোগ ইত্যাদি। তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এক্সিবিশন ও কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড ও স্বর্ণপদকে ভূষিত হয়েছেন। এবছর তিনি সারা বাংলাদেশে ২৫তম স্থান অধিকার করেন।গতবছরও তিনি বিশ্ব শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় ছিলেন।
এ বিষয়ে তৌফিকুল ইসলাম বলেন,আলহামদুলিল্লাহ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানী/গবেষকের তালিকাভুক্ত হতে পেরে ভালো লাগছে। ভালো লাগছে এই ভেবে যে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি বলে।যেকোনো অর্জনই আনন্দের। এ ধরনের অর্জন যেমন আমার জ্ঞান কে সমৃদ্ধ করেছে ঠিক তেমনি গবেষণা কাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতেছে।
উল্লেখ্য, ০৪অক্টোবর তারিখে বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, সহ-লেখকত্ব সামঞ্জস্য করা এইচএম-ইনডেক্স ইত্যাদির ভিত্তিতে বিজ্ঞানীদের শীর্ষ ২% বৈশ্বিক তালিকা প্রস্তুত করা হয়েছে।