২০২১-২০২২ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীতে ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে আজ। শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি বছরের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে।
ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা মোট চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন বিকাল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হবে। পরদিন শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা হবে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেয়া হবে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা।
চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা ঢাকার বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। ঘোষিত ফলাফলে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। আর জিপিএ-৫ পান ১ লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী।
এইচএসসির ফল প্রকাশের এক মাসের মধ্যেই বিইউপিতে ভর্তি যুদ্ধ শুরু হলেও এখানো ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেনি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। তবে মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, ডেন্টালের ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির প্রাথমিক তারিখ ঠিক করে উপাচার্য পরিষদকে জানায়। পরে উপাচার্য পরিষদের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখগুলো ঠিক করে দেয়া হয়। স্ব স্ব বিশ্ববিদ্যালয় তারিখ চূড়ান্ত করে।