জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় দিবসের দিন থেকেই জবির প্রথম বর্ষের ২০২৩-২০২৪শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর প্রত্যাশা বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম।
বৃহস্পতিবার রাতে মুঠোফোনে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, আমরা চাচ্ছি আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসেই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
উপাচার্য বলেন, আজ গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনা সভায় নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে আলোচনা হয়। সভায় পূজার পরপরই সকল বিশ্ববিদ্যালয় ক্লাস শুরুর প্রত্যাশা জানান। খুব অল্প সংখ্যক আসন খালি আছে। চতুর্থ মেরিট লিস্টেই আসন পরিপূর্ণ হয়ে যাবে।
এর আগে, গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট, ৩ মে ‘বি’ ইউনিট এবং ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ২৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেয়।