ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও এবারের কাতার বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়েছে প্রথম থেকেই। যার শেষটাও হয়েছে বেশ আবেগঘণ ভাবে।
হাজার হাজার কিলোমিটার দূরের দেশ বাংলাদেশকে তাদের ভালোবাসার জন্য টুর্নামেন্টের মধ্যেই ধন্যবাদ জানিয়েছিল আর্জেন্টিনা।বিশ্বকাপের মধ্যেই আর্জন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি জানতে পারেন বিষয়টা। সেদিনই ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে তিনি এতো এতো ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে।
এবার টুর্নামেন্ট শেষেও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
৩৬ বছরের খরা কাটিয়ে লিওনেল মেসির বিশ্বজয় সব উল্লাসের বাঁধ ভেঙেছে বাংলাদেশে। সামজিক মাধ্যমে ধুকলেই তার প্রমান পাওয়া যাচ্ছে হর হামেশা। দেশের কোণায় কোণায় রাস্তাঘাটে চলছে আর্জেন্টাইনদের বিশ্বকাপ জয় উদযাপন। হাজার হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের এই সমর্থন নজরে এসেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনেরও। বিশ্বকাপ জয়ের পরদিনই বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
টুইটারে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করে তারা লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত এবং পাকিস্তান। তোমাদের সমর্থন অসাধারণ ছিল।’
Argentina congratulations 🇧🇩🇧🇩🇧🇩🇦🇷🇦🇷 pic.twitter.com/3ayOXA9ac0
— Shakhawat Sakib (@shakhawat_094) December 18, 2022
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর সোমবার কয়েকটি দেশকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। সেখানে বাংলাদেশের পাশাপাশি কেরালাসহ সমগ্র ভারত এবং পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নাম।
এবারের ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ককে বেশ জোরালো করেছে। বিশ্বকাপে বাংলাদেশিদের অভাবনীয় সমর্থন দেশটিকে অভিভূত করেছে। ফলে বাংলাদেশে আবারও ৪৪ বছর পর নিজেদের দূতাবাস চালু করতে চাচ্ছে দেশটি।