বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ পুরোটাই দান করবেন জার্মানির রুডিগার
রিয়ান বিন কবিরঃ পশ্চিম আফ্রিকার দারিদ্রে ঝরাজীর্ণ এক দেশ সিয়েরা লিওন। যেখানে খাদ্য, চিকিৎসার অভাব লেগেই থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসার উদ্দেশ্যে আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে সম্ভাব্য আয়ের পুরোটাই দান করে দেয়ার ঘোষণা দিয়েছেন জার্মান জাতীয় দলের তারকা ফুটবলার অ্যান্টোনিও রুডিগার।
এই অর্থে সিয়েরা লিওনের ১১জন শিশুর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। জার্মান সাহায্য সংস্থা বিগশুকে সঙ্গে নিয়ে গত জানুয়ারিতেও কয়েকজন শিশুর এই অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি।
তারই অংশ হিসেবে রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার শিশুদের অত্যন্ত জটিল, ব্যয়বহুল চিকিৎসার অংশ হয়েছেন।এই ক্ষেত্রে শিশুদের বেছে নেওয়া হয়েছিলে তার দ্বিতীয় বাড়ি সিয়েরা লিওনের লুসনার নামক শহর থেকে, যেখানে তার মায়ের জন্ম হয়েছিল। এই শিশুরা মূলত জন্মগত বাঁকা পায়ের সমস্যায় ভুগছিল।
দান করার বিষয়টা গতকালকে তার অফিশিয়াল ফেইসবুক পেইজের এক পোষ্টে নিশ্চিত করেছেন তিনি।রুডিগার জার্মান দলের হয়ে গ্রুপ পর্বের ম্যাচে স্পেন,জাপান ও কোষ্টারিকার সাথে খেলবেন।জার্মান দুর্গ সামলাতে রক্ষণে বড় ভূমিকা পালন করতে হবে রিয়ালের এই ডিপেন্ডারকে।