The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান

ডেস্ক রিপোর্ট: সঙ্গীত, সাংবাদিকতা এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবির বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন সঙ্গীততারকা বেবী নাজনীন, যমুনার টিভির সিইও-সাংবাদিক ফাহিম আহমেদ এবং অভিনয় শিল্পী জয়া আহসান।

আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে। এছাড়া ২০২৩ সালে সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ার বছর সেরা পারফর্মন্সের জন্য পুরস্কৃত হবেন দেশ সেরা তারকারা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি। প্রতিষ্ঠার পর থেকেই তাদের এই কার্যক্রম ধরে রেখেছে সংগঠনটি।

 

You might also like
Leave A Reply

Your email address will not be published.