The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫

বিয়ের পিঁড়িতে বসছেন স্পাইডারম্যান

ডেস্ক রিপোর্ট: খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হলিউডের ‘স্পাইডারম্যান’ টম হল্যান্ড! পাত্রী মার্কিন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান, যিনি চলচ্চিত্র দুনিয়ায় জেনডেয়া নামেই খ্যাত।

সূত্রের খবর, ইতিমধ্যে দুই তারকার ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম এবং জেনডেয়ার বাগদান পর্ব সম্পূর্ণ হয়েছে।

বছর আঠাশের টম ও জেনডেয়া অন্য সকলের মতোই ক্রিসমাসের সময় আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটান। তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে একদিন জেনডেয়াকে মনের কথা জানান টম, বাগদান পর্ব সম্পূর্ণ হয় বলেও খবর। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হলিউডের দুই তারকা।

অথচ রবিবার ৮২তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডিয়ার আঙুলে দেখা গেছে নতুন ঝলমল হিরের আংটি। গোল্ডেন গ্লোবের মঞ্চে জেনডেয়া। হাতে সেই হিরের আংটি। পরনে গাউন, অনামিকায় হিরের আংটি জ্বলজ্বল করা অভিনেত্রীর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের নজর এড়ায়নি বিষয়টি। আলোচনা শুরু হয়েছে টম ও জেনডেয়ার বাগদান নিয়ে। এরপরেও হলিউডের দুই তারকার তরফে বিষয়টিকে নিশ্চিত করা হয়নি।

২০১৬ সালে ‘স্পাইডারম্যান’ ছবির সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। বছর চারেক পরে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাদের। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.