The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান, বর ১৩ বছরের ছোট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ী অধিনায়ক ইমরান খানের সাবেক স্ত্রী ব্রিটিশ সাংবাদিক রেহাম খান বেশ পরিচিত নাম। তিনি একটি বইও লিখেছেন যা তাকে আরো পরিচিত করে তোলে।

রেহাম খান আবারও শিরোনাম হয়েছেন তৃতীয়বার বিয়ে করে। শুক্রবার তিনি নিজেই গণমাধ্যমেক জানিয়েছেন, আমেরিকায় এক ঘরোয়া অনুষ্ঠানে তিনি মডেল ও অভিনেতা মির্জা বিলাল বেগকে বিয়ে করেছেন। ৪৯ বছর বয়সী রেহাম এখন যুক্তরাষ্ট্রেই থাকেন।

এক টুইট বার্তায় রেহাম খান লেখেন, আমরা বাবা-মা ও আমার ছেলেকে ওয়াকিলের আশীর্বাদে সিয়াটেলে একটি সুন্দর অনুষ্ঠানে বিয়ে করেছি। অবশেষে আমি এমন এক পুরুষকে খুঁজে পেয়েছি, যাকে আমি বিশ্বাস করতে পারি। তৃতীয় বিয়ের কয়েকটি ছবি শেয়ারও করেছেন।

সেই ছবিগুলিতে রেহাম খানকে একটি সাদা গাউন পরে বিয়ে করতে দেখা গেছে। আর তার নতুন স্বামী বিলাল পরেছিলেন একটি মভ রঙের স্যুট। রেহামের থেকে বয়সে অনেকটাই ছোট মির্জা বিলাল বেগ। বর্তমানে তার বয়স ৩৬ বছর।

এটি তারও তৃতীয় বিয়ে। এক সময় বিলাল বেগ মডেলিং এবং অভিনয় করতেন। বর্তমানে আমেরিকায় এক কর্পোরেট সংস্থায় কর্মরত। বিলালের আগে ২০১৫ সালের জানুয়ারিতে টেলিভিশন সাংবাদিক রেহাম খান বিয়ে করেন ইমরান খানকে।

তবে তাদের বিয়ে বেশিদিন টেকেনি। মাত্র দশ মাস পরই তাদের বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর রেহাম জানান, ইমরান খানের প্রথম স্ত্রী জেমিমার মতো তাকেও পাকিস্তানি জনতার ঘৃণার শিকার হতে হয়েছিলো। ইমরান খানের বিরুদ্ধেও প্রচুর অভিযোগ করেছিলেন তিনি।

১৯৭৩ সালে লিবিয়ার আজদাবিয়াতে জন্ম রেহাম খানের। এরপর পাকিস্তানে এসেছিলেন পড়াশোনা করতে। গত শতাব্দীর নব্বই দশকের মাঝামাঝি ব্রিটেনে একজন সম্প্রচার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেছিলেন। ২০১২ সালে তিনি পাকিস্তানে ফিরে এসেছিলেন।

এক স্থানীয় টিভি শোতে ইমরান খানের সাক্ষাৎকার নেয়ার সময় ইমরানের সঙ্গে তার প্রথম পরিচয় ঘটেছিল। সেখান থেকেই ঘনিষ্ঠতা। বর্তমানে ইমরান খান তৃতীয় বিয়ে করেছেন বুশরা বিবিকে। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগেই দুজনে গাঁটছড়া বেঁধেছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.