রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয় আজ দুপুরে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছিলেন বিশ্ববিদ্যায়টির শিক্ষর্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দেন। এরপর থেকে বিমানবন্দর সড়কে আবারও যানচলাচল শুরু হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।
এর আগে বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর কাওলা এলাকার ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।
রোববার দুপুর পৌনে ১টায় প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়।
জানা যায়, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই নাদিয়া মারা যান।