মোঃ নাঈম ইসলাম, চবিঃ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা ও আবাসিক হলের প্রয়োজনীয় সংস্কার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল তালাবদ্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।
আজ সোমবার(১৪ই নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে আবাসিক হলের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখে।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, হলে বিদ্যমান নানাবিধ সমস্যায় অনেকদিন যাবৎ ভুগছে তারা। হলের বাজে পরিবেশে বসবাস কঠিন হওয়ায় শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটছে পড়াশোনায়ও।
উদ্ভূত এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা রাখছে একাধিক দাবি-দাওয়া। এসব দাবি মানতে কর্তৃপক্ষকে বেঁধে দেয়া হয়েছে কর্মদিবসও।
কিছুসময় পরে ঘটনাস্থলে সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম উপস্থিত হয়ে বলেন, ‘ছাত্ররা বিভিন্ন দাবিতে তালা ঝুলিয়েছে। আমরা নিয়মিতভাবেই হলের তদারকি করছি। সমস্যা থেকে পরিত্রাণের জন্য হলে বিভিন্ন সংস্কার কাজ চলমান রয়েছে। আশা করছি, এগুলোর কাজ শেষ হলে বাকী সমস্যারও সমাধান হবে।’
প্রভোস্টের এমন আশ্বাসে শিক্ষার্থীরা পরে তালা খুলে দেয়। হলে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।