The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ পেল ইকো ভলান্টিয়ার্স

পরিবেশকে গাছ উপহার দেওয়ার প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৩ এ রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইকো ভলান্টিয়ার্স। ইকো ভলেন্টিয়ার্সের সদস্যরা গত কয়েক মাসে সিরাজগঞ্জ জেলাতে প্রায় কয়েক শত গাছ রোপণ করেছে।

৮ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সিলেটের শাহজালাল উপশহরের একটি বেসরকারি সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন এর উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট এনজিও ব্যুরো রিজিওনাল ম্যানেজার মসিউর রহমান, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ইউকে এর উপদেষ্টা জনাব মোঃ সুযেজ মিয়া, আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইকবাল হোসাইন, কানাডা মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউ ফাউন্ডল্যান্ড এর পিএইচডি গবেষক চাঁদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমব্রেলার উপদেষ্টা এবং ডেনিশ রিফিউজি কাউন্সিল -কক্সবাজার, বাংলাদেশ এর টিম লিডার আতিক রহমান৷

অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে নমিনেশন পাওয়া ২০ টি সংগঠন অংশগ্রহণ করেছিল। যার মধ্যে থেকে দেশসেরা বা চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার ফেইস জগন্নাথপুর , দ্বিতীয় হয়েছে সাতক্ষীরার জনকল্যাণ সংস্থা এবং তৃতীয় পুরষ্কার লাভ করেছে রাজশাহী সদরের স্বপ্ন-চূড়া স্বেচ্ছাসেবী সংগঠন।

এবং বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে খুলনা বিভাগ থেকে উদারতা ইয়ুথ ফাউন্ডেশন , ঢাকা বিভাগ থেকে এ্যাকশন ক্লাইমেট ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগ দুর্বীন ফাউন্ডেশন, রংপুর বিভাগ থেকে অরন্য, সিলেট বিভাগ থেকে স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা, রাজশাহী বিভাগ থেকে ইকো ভলান্টিয়ার্স কে “পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২৩” প্রদান করা হয়৷

ইকো ভলান্টিয়ার্সের পক্ষ থেকে “পরিবেশে প্রেমী অ্যাওয়ার্ড-২০২৩” গ্রহণ করেন ইকো ভলেন্টিয়ার্সের সদস্য শ্রীবাস নাথ। এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিকভাবে নমিনেশন প্রাপ্ত সকল সংগঠনকে ‘ফ্রেন্ড অব এনভায়রনমেন্ট’ হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ অ্যাওয়ার্ড এর পাশাপাশি সকল সংগঠনকে সনদপত্র প্রদান করা হয়৷

পরিবেশপ্রেমী এওয়ার্ড ২০২৩ এ দুটি বিশেষ সম্মাননা প্রধান করা হয়৷ সংগঠন হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গ্রীণ এক্সপ্রপ্লোর সোসাইটি এবং ব্যক্তিগত ক্যাটাগরিতে ক্লাইমেট একটিভিস্ট শাহ সিকান্দার শাকিরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷

ইকো ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা দীপংকর ভদ্র দীপ্ত জানান, “এটি সত্যিই অনেক আনন্দের খরব যে রাজশাহী বিভাগ থেকে ইকো ভলান্টিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব ইকো ভলান্টিয়ার্সের সকল সদস্যদের। পুরস্কারটি আগামীতে সদস্যদের আরও অনুপ্রেরণা দেবে। এছাড়াও ধন্যবাদ জানাই আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনকে এমন সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য। আগামীতেও ইকো ভলান্টিয়ার্স এর এই পরিবেশকে গাছ উপহার দেওয়ার কর্মসূচি চলমান থাকবে।”

পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে৷ তারই ধারাবাহিকতায় তৃতীয় বারের মতো দেশব্যাপী গাছ লাগানোর প্রতিযোগিতার আয়োজন করেছে৷
২০২০ সালে ১ম এবং ২০২২ সালে ২য় পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড এর মাধ্যমে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী সংগঠন দেশব্যাপী প্রায় ২০ লক্ষ গাছ পরিবেশকে উপহার দিয়েছিল৷ প্রতিযোগিতার মাধ্যমে ২০২৩ সালে পরিবেশকে গাছ উপহার দিতে প্রায় ২৫০ টি সংগঠন রেজিষ্ট্রেশন করেছিল এবং প্রায় ৫ লক্ষাধিক গাছ পরিবেশকে উপহার দিয়েছে৷

You might also like
Leave A Reply

Your email address will not be published.