ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর কয়েক ঘণ্টা আগে বড় চমক দিলো ঢাকা ক্যাপিটালস। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে দলে নেয়ার বিষয়টি ঢাকা ক্যাপিটালসের কর্ণধার এবং ঢালিউড সুপারস্টার শাকিব খান ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে আলোচিত ও আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত রয় ২০১৯ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জয়ের অন্যতম সদস্য ছিলেন। এবার তিনি বিপিএলে অংশ নিতে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঢাকার পক্ষ থেকে জানানো হয়, ‘ঢাকাইয়ারা, তোমরা বড় নাম চেয়েছো, এই নাও বড় নাম। বিশ্বকাপজয়ী জেসন রয় এখন ঢাকা ক্যাপিটালসের সদস্য। রয়কে দলে পেয়ে আমরা উল্লসিত।’
বিপিএলের একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী। একই দিনে রাতে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে ঢাকা ক্যাপিটালস।
শাকিব খান দলটির মালিকানা গ্রহণের পর থেকেই ঢাকা ক্যাপিটালস বেশ আলোচনা তৈরি করেছে। নিলামের সময়ও দেশি-বিদেশি খেলোয়াড় সংগ্রহে তৎপর ছিল তারা। বিপিএলের এবারের আসরে ঢাকার পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জেসন রয়ের অন্তর্ভুক্তি দলটির শক্তিমত্তা বাড়াবে বলেই আশা করা হচ্ছে।